HSC-2027 Higher Math 1st Paper Full Foundation Course

কোর্সটি আমি কেন কিনবো?


1. গণিত নিয়ে টেনশন!  করো আমাকে মেনশন।
2. প্রথম বর্ষ থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত কিভাবে গণিত অধ্যয়ন করতে হবে, কোর্সে রয়েছে সে বর্ণনা। 
3. রয়েছে পর্যাপ্ত থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ও তৎসংক্রান্ত পর্যাপ্ত উদাহরণের সমাধান, যাতে তুমি যে কোন আনসিন প্রশ্নও নিজে থেকে সমাধান করতে পারো।
4. আমার ক্লাসের কিছু নমুনা তোমাদের দেখাই।
5. প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে বিভিন্ন জায়গায় আসা, এমসিকিউ, সিকিউ ও রিটেন প্রশ্নের সমাধান।
6. প্রতিটি অধ্যায়ের জন্য রয়েছে একাধিক পরীক্ষার ব্যবস্থা। 
7. এর বাহিরে তোমাদের নিজ নিজ সমস্যার সমাধানের লক্ষ্যে, আমি প্রস্তুত থাকছি কেউএনএ সেকশনে উত্তর দেওয়ার জন্য।

কোর্সের সকল ক্লাস

টিউটোরিয়াল

1_Ensiner WebApp থেকে কিভাবে কোনো কোর্সে এনরোল হতে হবে ?

2_কিভাবে ফোনে Ensiner WebApp Install করবো ?

3_এনরোল করার পরে কিভাবে কোন টার্গেট কোর্স সিলেক্ট করবো ?

4_কমপ্লেন বক্স কিভাবে ব্যবহার করবো এবং লেকচার নোট কিভাবে ডাউনলোড করবো ?

5_ Ensiner WebApp এ কিভাবে পরীক্ষা দিব এবং রেজাল্ট দেখবো ?

6_ক্লাস দেখার সময় কিভাবে ক্লাসের নিচে প্রশ্ন করবো, ভিউ কাউন্ট কি ?

7_Ensiner WebApp এ কিভাবে সকল নোটিফিকেশন দেখবো ?

8_WebApp এর মাধ্যমে ক্লাসে কিভাবে প্রশ্ন এবং কমেন্ট করব আর তার উত্তর কিভাবে পাবো ?

9_Ensiner Community Post কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় আর কি কাজে লাগে ?

10_Ensiner WebApp এ কিভাবে কোন কোর্সের রেটিং দিবো ?

রিফান্ড পলিসি


Terms and Conditions (শর্তাবলী )

ensiner.com-এ অনলাইন কোর্স ক্রয়ের রিফান্ড নীতিমালা

ensiner.com সর্বোচ্চ মানের শিক্ষামূলক কনটেন্ট প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একটি সেরা শেখার অভিজ্ঞতা লাভ করুক। দয়া করে কোর্স কেনার আগে এই রিফান্ড নীতিমালা ভালোভাবে পড়ে দেখুন, কারণ সব বিক্রিই চূড়ান্ত ধরা হয়।

 

১। রিফান্ড প্রদান করা হবে না

কোর্স, বান্ডেল বা সাবস্ক্রিপশন—যেকোনো কিছু কেনার পর রিফান্ড, বাতিল বা বিনিময় করা যাবে না

আপনি কোর্সটি অ্যাক্সেস করেছেন কি না, তা বিবেচ্য নয়।

এই নীতিমালা সকল ধরনের ক্রয়ের জন্য প্রযোজ্য।

 

২। কোর্স অ্যাক্সেস এবং আপনার দায়িত্ব

কোর্স কেনার আগে এর সিলেবাস, বিস্তারিত বিবরণ এবং ডেমো কনটেন্ট (যদি থাকে) ভালোভাবে যাচাই করে দেখার অনুরোধ করছি।

পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনি কোর্সটির ২-২.৫ বছরের জন্য পূর্ণ অ্যাক্সেস পাবেন (যদি ভিন্নভাবে কিছু উল্লেখ না থাকে)।

আপনি নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন।

 

৩। ব্যতিক্রমী পরিস্থিতিতে সহায়তা

রিফান্ড না থাকলেও, আমরা যেকোনো কারিগরি সমস্যায় আপনাকে সহায়তা করতে প্রস্তুত

যদি আপনি কোর্স অ্যাক্সেসে সমস্যা অনুভব করেন বা কোন ত্রুটি দেখতে পান, দয়া করে আমাদেরকে support@ensiner.com ঠিকানায় ইমেইল করুন। আমরা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব।

 

৪। নীতিমালায় পরিবর্তন

ensiner.com এই রিফান্ড নীতিমালা যেকোনো সময় পরিবর্তনের অধিকার রাখে

পরিবর্তিত নীতিমালা এই পেজে প্রকাশ করা হবে এবং কোর্স কেনার আগে এটি যাচাই করা ক্রেতার দায়িত্ব

Ensiner.com-কে আপনার বিশ্বস্ত শেখার সঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনার শিক্ষা ও সফলতার পাশে আছি।

যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

ডিসক্লেমার


Ensiner.com-এ আপনাকে স্বাগতম!

Ensiner.com-এ আপনাকে আমাদের শেখার কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এই দায়মুক্তি ঘোষণাপত্রটি আমাদের ওয়েবসাইট ও সেবাগুলোর ব্যবহারের শর্তাবলি, দায়িত্ব ও সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করে। আপনি যখন Ensiner.com ব্যবহার করেন, তখন আপনি এই নীতিমালার সকল শর্ত মেনে চলতে সম্মত হন।

১। শিক্ষামূলক উদ্দেশ্য

Ensiner.com একটি শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম, যা বিশেষত এস.এস.সি. ও এইচ.এস.সি. পরীক্ষার্থীদের জন্য পাঠ্য উপকরণ, কোর্স ও একাডেমিক রিসোর্স সরবরাহ করে।

আমরা আমাদের উপকরণসমূহ যথাসম্ভব সঠিক, প্রাসঙ্গিক ও মানসম্পন্ন রাখার চেষ্টা করি, তবে Ensiner.com উপস্থাপিত তথ্যের সম্পূর্ণতা, নির্ভরযোগ্যতা বা ব্যবহারযোগ্যতা সম্পর্কে কোনো নিশ্চয়তা দেয় না। নিজ নিজ শিক্ষাগত প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীদের অতিরিক্ত রিসোর্স ব্যবহার ও তথ্য যাচাই করতে উৎসাহিত করা হয়।

২। ফলাফলের নিশ্চয়তা নেই

Ensiner.com উচ্চমানের শেখার অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমরা কোনো নির্দিষ্ট ফলাফল—যেমন পরীক্ষায় সফলতা, গ্রেড উন্নয়ন, বা ক্যারিয়ারে অগ্রগতি—নিশ্চিত করি না। একাডেমিক সফলতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন শিক্ষার্থীর পরিশ্রম, ধারাবাহিকতা ও বিষয়বস্তুর প্রতি বোঝাপড়া

প্ল্যাটফর্মে প্রকাশিত সাফল্যের গল্প বা টেস্টিমোনিয়াল ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং সেগুলো সকল ব্যবহারকারীর জন্য একই রকম ফল নির্দেশ করে না।

৩। ব্যবহারকারীর দায়িত্ব

কোর্স নির্বাচন: কোর্স কেনার আগে কোর্সের বিবরণ, প্রয়োজনীয়তা ও লক্ষ্যমাত্রা ভালভাবে যাচাই করা ব্যবহারকারীর দায়িত্ব।

নৈতিক ব্যবহার: প্ল্যাটফর্ম ব্যবহার অবশ্যই নৈতিকভাবে এবং শর্তাবলি অনুযায়ী হতে হবে। কোর্স কনটেন্ট অননুমোদিতভাবে শেয়ার, কপি বা বিতরণ কঠোরভাবে নিষিদ্ধ এবং তাতে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

৪। পাইরেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Ensiner.com পাইরেসির বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে।

কোর্স কনটেন্ট ডাউনলোড, রেকর্ড, কপি, বিতরণ বা শেয়ার করার যেকোনো চেষ্টা পরিষেবার শর্ত ও কপিরাইট আইনের লঙ্ঘন।

এই ধরনের কর্মকাণ্ডের জন্য তাৎক্ষণিক অ্যাকাউন্ট বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ensiner.com প্রযুক্তিগতভাবে এসব অপব্যবহার শনাক্ত করে এবং প্রয়োজনে ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করতে পারে।

৫। প্রযুক্তিগত সীমাবদ্ধতা

Ensiner.com নিরবিচারে পরিষেবা দেওয়ার জন্য সদা সচেষ্ট, তবে কিছু সময় সার্ভার সমস্যা, সফটওয়্যার বাগ বা ইন্টারনেট সমস্যার কারণে বাধা আসতে পারে।

এই ধরণের প্রযুক্তিগত সমস্যার জন্য Ensiner.com দায়ী থাকবে না। ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে বলা হচ্ছে।

৬। তৃতীয় পক্ষের লিংক ও টুল

Ensiner.com-এ মাঝে মাঝে তৃতীয় পক্ষের ওয়েবসাইট, টুল বা রিসোর্সের লিংক প্রদান করা হতে পারে, শিক্ষার্থীদের অতিরিক্ত শেখার সহায়তা হিসেবে।

এই লিংকগুলোর উপযোগিতা বা বিশ্বাসযোগ্যতার জন্য Ensiner.com দায়ী নয়। ব্যবহারকারীদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের শর্ত ও গোপনীয়তা নীতিমালা পড়ার পরামর্শ দেওয়া হয়।

৭। বৌদ্ধিক সম্পত্তি (ইন্টেলেকচুয়াল প্রপার্টি)

Ensiner.com-এর সকল কনটেন্ট—যেমন ভিডিও, পিডিএফ, কুইজ, স্টাডি গাইডস ইত্যাদি—Ensiner-এর নিজস্ব বৌদ্ধিক সম্পদ এবং কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত।

কোনো উপকরণের অননুমোদিত কপি, পুনর্বণ্টন বা সম্পাদনা আইনত দণ্ডনীয়।

৮। অর্থপ্রদান ও রিফান্ড নীতি

Ensiner.com-এ করা সব ধরনের ক্রয় চূড়ান্ত এবং ফেরতযোগ্য নয়। তাই কেনার আগে কোর্স সম্পর্কে বিস্তারিতভাবে যাচাই করার অনুরোধ করা হয়। বিস্তারিত জানতে Refund Policy পৃষ্ঠাটি দেখুন।

৯। হালনাগাদ ও পরিবর্তন

Ensiner.com যেকোনো সময় কোর্স, রিসোর্স বা পরিষেবা আপডেট, পরিবর্তন বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে। দায়মুক্তির এই নীতিও সময় অনুযায়ী হালনাগাদ হতে পারে। ব্যবহারকারীদের নিয়মিত এই পৃষ্ঠাটি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

১০। দায়সীমা (Limitation of Liability)

Ensiner.com ব্যবহারের মাধ্যমে আপনি সম্মত হন যে, Ensiner, তার মালিক বা টিম সদস্যরা নিম্নলিখিত কোনো কারণে দায়বদ্ধ থাকবে না:

সাইট ব্যবহারে সমস্যা বা সাইট ব্যবহারে অক্ষমতা।

কনটেন্টে কোনো তথ্যগত ভুল বা অসঙ্গতি।

প্রযুক্তিগত বিভ্রাট।

তৃতীয় পক্ষের রিসোর্সের উপর নির্ভরতা।

Ensiner.com ব্যবহারে সকল ঝুঁকি ব্যবহারকারীর নিজের এবং এর ফলে সৃষ্ট কোনো ক্ষতির দায় Ensiner বহন করবে না।

১১। যোগাযোগ

এই দায়মুক্তি ঘোষণার বিষয়ে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে, আমাদের সহায়তা টিমের সঙ্গে যোগাযোগ করুন:
📧 support@ensiner.com

Ensiner.com-কে আপনার শিক্ষার বিশ্বস্ত সহযোগী হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাকে এগিয়ে নিতে এবং শিক্ষাজীবনে সাফল্য অর্জনে সহায়তা করতে। দায়িত্বশীল ব্যবহার এবং এই নির্দেশিকা অনুসরণ করেই প্ল্যাটফর্মটি ব্যবহার করুন।

কোর্সের সকল ক্লাস    

কোর্সটিতে তোমার জন্য কি কি থাকছে ?

  • কোর্সটি করছেনঃ
    1 জন
  • কোর্স সাবস্ক্রিপশন এর মেয়াদঃ
    06 FEB 2028
  • রেকর্ডেড ক্লাস ভিভিও সংখ্যাঃ
    107 টি
  • মোট ক্লাস ঘণ্টাঃ
    154 ঘণ্টা
  • ক্লাস কি ওয়েবঅ্যাপে সাজানো থাকবেঃ
    হ্যাঁ
  • লাইভ ক্লাস সংখ্যাঃ
    5 টি
  • M.C.Q পরীক্ষা সংখ্যাঃ
    20 টি
  • সাপ্তাহিক পরীক্ষা সংখ্যাঃ
    2 টি
  • পেপার ফাইনাল পরীক্ষা সংখ্যাঃ
    2 টি

Share With

How To Buy Our Courses ?

step - 1

Go to Your Target Course & Select Enroll Now

step - 2

Pay the Course Fee with bKash/Nagad/Rocket from any valid number

step - 3

Fill up the information form and submit

step - 4

After Activation Enjoy the Full access to the Course.